
প্রকাশিত: Thu, Jan 19, 2023 3:51 PM আপডেট: Sat, May 10, 2025 12:12 PM
পণ্য, উৎপাদন খরচ এবং প্রফিট বা মুনাফা
কাজী এম মোর্শেদ
অনেকদিন অর্থনীতি ক্লাস নিই না। সব প্রাথমিক পড়ানো শেষ, মানে সিলেবাস কাভার করা। একটা টপিক মনে হয় ধরা হয়নি, হাতে উদাহরণ আছে, তাই বলছি। সাবজেক্ট হলো কস্ট অফ প্রোডাকশন বা উৎপাদন খরচ। আগে আসেন দেখি গ্যাসের দাম কতো বেড়েছে। পাবলিক পাওয়ার ‘সেক্টরে ১৭৯%’, ‘ক্যাপটিভ পাওয়ার ৮৮%, ‘বড় ইন্ডাস্ট্রিতে ১৫০%’, ‘মাঝারি ইন্ডাস্ট্রিতে ১৫৫%’, ‘স্মল ও কটেজ ইন্ডাস্ট্রিতে ১৭৮%’, ‘হোটেল রেস্তোরা ১৪%’ এই দাম বাড়ার জন্য কি হতে পারে তা বুঝতে কস্ট অফ প্রোডাকশন বুঝতে হবে। কস্ট অফ প্রোডাকশন হলো, পণ্য উৎপাদন খরচ। আমরা সাধারণ ভাষায় বলি, ফোর ফ্যাক্টর অফ প্রোডাকশন। এর মধ্যে আছে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল ও অর্গানাইজেশন।
[১] ল্যান্ডের জন্য ফ্যাক্টরির জমির ভাড়া দিতে হয়। [২] লেবার এর জন্য ওয়েজেস বা মজুরি দিতে হয়। [৩] ক্যাপিটাল হলো ব্যাংক থেকে লোন নেয়া তাঁর জন্য সুদ দিতে হয়। [৪] অর্গানাইজেশনে আছে প্রফিট বা মুনাফা। এই অর্গানাইজেশনে সরাসরি আসে কর্মকর্তাদের বেতন, অফিস খরচ, সেলস খরচ, কাঁচামাল কেনার খরচ, বিদ্যুৎ খরচ, অন্যান্য প্রডাকশন খরচ। এই অন্যান্য খরচের একটা হলো ফ্যাক্টরির জ্বালানি খরচ। এবার কি পরিষ্কার হচ্ছে কেন গ্যাসের দামের কথা আগে বলেছি? মনে করেন বিদ্যুতের দাম কয়দিন আগে ৫ শতাংশ বেড়েছে। যেই বিদ্যুৎ কিনছেন সেটার উৎপাদন খরচে গ্যাস বিদ্যুৎ কেন্দ্রে যদি গ্যাসের দাম ১৭৯ শতাংশ বাড়লে বিদ্যুৎ উৎপাদন খরচ সামনেই বাড়তে যাচ্ছে। অন্তত ব্রেক-ইভেনে থাকতে হবেতো। ব্রেক ইভেন বোঝেন নিশ্চয়ই, এর অর্থ যেই দামে বিক্রয় দাম আর উৎপাদন খরচ (প্রফিটসহ) সমান থাকে।
ব্রেক ইভেনের পরে গেলে মুনাফা বেশি আসবে, কম হলে লোকসান হবে। রেস্তোরায় গ্যাসের দাম যদি ১৪ শতাংশ বাড়ে, সেটা তাদের প্রোডাকশন খরচ বাড়াবে। ১০০ টাকার খাবার ১০৫ টাকা বা তার বেশিও দিতে হতে পারে। আবার বড় ইন্ডাস্ট্রিতে মনে করেন গার্মেন্টসগুলোর খরচ বাড়বে। গ্যাসের জন্য ১৫০ শতাংশ বাড়লে, পণ্য উৎপাদনে খরচ বাড়বে। এতে যেই সামান্য মুনাফা নিয়ে টিকে আছে, সেই প্রতিযোগিতা থেকে পিছিয়ে যাবে। তিনটা উদাহরণ দিলাম, একটা বিদ্যুতের দাম কিভাবে বাড়বে, ব্যক্তি কীভাবে সরাসরি আক্রান্ত হবে, সঙ্গে দেশ কীভাবে আক্রান্ত হবে। আপনাদের আরেকটা ক্লাস নিতে হতে পারে। তৈরি পোশাক শিল্পে খরচের হিসাব এবং বিশ্ব বাজারে দামের উপর। একটা ডকুমেন্টারি দেখেছিলাম, যা মনে আছে সেটাই বলবো। ফেসবুক থেকে
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!

চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে

‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!

কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!

সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি

ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
